আইপিএল বয়কটের দাবি টাইগার ক্রিকেটারের
প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬ ১৭:৫৭
আপডেট:
৪ জানুয়ারী ২০২৬ ১৬:২৯
আইপিএল ২০২৬-এর জন্য রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে শেষ পর্যন্ত ছেড়ে দিতে হলো। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিকে এই নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সাম্প্রতিক ঘটনাবলী’। এর পেছনে রয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ নিয়ে ভারতে উঠা তীব্র প্রতিবাদ।
গত ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শুরুতে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস আগ্রহ দেখায়। পরে লড়াইয়ে যোগ দেয় কেকেআর। তুমুল প্রতিযোগিতায় শাহরুখ খানের দলটি ৯.২০ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’কে নিজেদের করে নেয়। এটি আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।
কিন্তু নিলামের পরই বিতর্ক শুরু হয়। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসসহ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও সোশ্যাল মিডিয়ায় কেকেআর এবং শাহরুখ খানের তীব্র সমালোচনা হয়। কেউ কেউ মুস্তাফিজকে খেলতে না দেওয়ার হুমকি পর্যন্ত দেন। এই চাপে বিসিসিআই সরাসরি কেকেআরকে মুস্তাফিজকে ছাড়তে বলে। ফ্র্যাঞ্চাইজিটি বিবৃতি দিয়ে জানায়, বোর্ডের নির্দেশ মেনে তারা পেসারকে ছেড়ে দিয়েছে। কেকেআরকে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।
বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ এই ঘটনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “মুস্তাফিজ আমাদের গর্ব, একটা ব্র্যান্ড। তারাই ডেকে নিয়ে আবার বাদ দিল। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমান। ভবিষ্যতে আমাদের খেলোয়াড়দের আইপিএল বয়কট করা উচিত।” রাজিন আরও প্রশ্ন তোলেন, একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে না পারলে পুরো বাংলাদেশ দলের জন্য কীভাবে নিরাপত্তা দেবে ভারত?
আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১৬ সাল থেকে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। এবারের নিলামে রিশাদ হোসেন, তাসকিন আহমেদসহ অন্য বাংলাদেশি ক্রিকেটাররা দল পাননি।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: