পাপারাজ্জিদের জোর করে মদ্যপান করাতেন সঞ্জয় দত্ত
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১৫:১২
আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ০৯:০২
সিনেমার মতোই বিচিত্র সঞ্জয় দত্তের জীবন। নারীসঙ্গ, আন্ডারওয়ার্ল্ডের যোগসহ বিভিন্ন কারণে আলোচনায় থেকেছেন। এবার জানা গেল পাপারাজ্জিদের জোর করে মদ্যপান করাতেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এক আলাপনে বিষয়টি জানিয়েছেন বি-টাউনের অন্যতম জনপ্রিয় পাপারাজ্জি বরিন্দর চাওলা।
বরিন্দরের কথায়, শুটিং চলাকালীন প্রায়ই পাপারাজ্জিদের ডাকতেন সঞ্জয় দত্ত। “অনেক সময় শুটের মাঝে বাবা আমাদের ডেকে বলতেন, ‘অ্যাই, এদিকে আয়… তুই কি মদ খাস?’ আমরা বলতাম এখন তো কাজ করছি, তাই মদ- টদ খাব না। কিন্তু উনি জোর করতেন, ‘আমার মনে হচ্ছে তুই খাস, তোর খেতে ইচ্ছে করছে...’ বাকিরাও তখন ওঁকে সায় দিত। তখন আর উপায় থাকত না,” হাসতে হাসতে বলেন বরিন্দর।
এই পাপারাজ্জির দাবি, সঞ্জয় দত্তের তারকা-আভিজাত্য এমন জায়গায় ছিল যে, মদ না খাওয়া লোকজনও শেষ পর্যন্ত তার সঙ্গে বসে পানীয়র গ্লাস তুলতেন। “ওর বাড়ির বাইরেও আমরা বসে বসে একসঙ্গে খেয়েছি,” যোগ করেন তিনি।
এখনও ক্যারিয়ারে বসন্ত সঞ্জয়ের। একের অর এক সিনেমায় কাজ করছেন। কোথাও চরিত্রাভিনেতা কোথাও খল হিসেবে ধরা দিচ্ছেন পর্দায়।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: