ভারতের বিরুদ্ধে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত: আসিফ নজরুল
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১৬:২২
আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ০৯:০৭
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার জের ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তাই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বিসিবি।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটে বিসিবি পরিচালকদের এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপেদেষ্টা আসিফ নজরুল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ নজরুল লেখেন, 'বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।'
ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। সে কারণেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড।
এছাড়া জানা যায়, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা বলেনি। বরং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপটি অন্য কোনো নিরাপদ দেশে আয়োজন করা হলে বাংলাদেশ অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করবে।
বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তাই বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। বোর্ড মনে করছে, বড় টুর্নামেন্টে অংশ নিতে হলে আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: