সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


ঢাবিতে খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্ত করল ছাত্রদল


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১৬:১৬

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ০৯:০৪

ছবি- সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সবার জন্য শোকবইটি উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের নাছির উদ্দীন নাছির বেগম খালেদা জিয়ার স্মরণে শোকলিপি লিখে কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শোকবইয়ে স্বাক্ষর করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের দেশ ও বিদেশে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির বাস্তব উদাহরণ তিনি তৈরি করেছেন।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা যেন খালেদা জিয়াকে নিয়ে তাদের অনুভূতি ও চিন্তাভাবনা শোকবইয়ে লিপিবদ্ধ করতে পারেন- সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে হঠাৎ বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, এই ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় যে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে ভারত সরকার একপ্রকার মাথা নত করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান গ্রহণ করা উচিত।

উল্লেখ্য, শোকবইটি একই স্থানে আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top