বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


আল্লাহর ইবাদতে কখনো ক্লান্ত হয় না যারা


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩

ছবি : সংগৃহীত

আল্লাহ তায়ালার বিস্ময়কর এক সৃষ্টি ফেরেশতা। তাদের বাসস্থান আসমানে, নিজস্ব জগতে তাদের আকার-আকৃতি আছে; কিন্তু মানুষের কাছে তাদের প্রকাশ্য কোনো রূপ-আকৃতি নেই। তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময়ে নবী ও রাসুলদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতেন।

আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে নুর থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতো রক্ত-মাংসের সৃষ্টি নয়। মানবজাতিকে সৃষ্টি করার আগেই তাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন—

ফেরেশতাদের নুর দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াশূন্য অগ্নিশিখা থেকে এবং আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু থেকে যে সম্পর্কে তোমাদের বর্ণনা করা হয়েছে। (মুসলিম, হাদিস : ৭৩৮৫)

ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের ছয়টি রুকনের অন্তর্ভুক্ত। ঈমান সম্পর্কে জিবরীল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—

তুমি দৃঢ়ভাবে বিশ্বাস করবে (১) আল্লাহ পাকের উপর (২) তার ফেরেস্তাদের উপর (৩) তার কিতাবসমূহের উপর (৪) তার রাসুলদের উপর (৫) আখেরাত বা শেষ দিবসের উপর এবং (৬) তাকদীরের ভালো-মন্দের উপর। (সহিহ মুসলিম)

কোরআনের অনেক আয়াতে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়নের বিষয়টি আল্লাহর প্রতি ঈমান আনয়নের সাথে মিলিয়ে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন,

﴿آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

রাসুল তার রবের পক্ষ থেকে যে হিদায়াত নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান এনেছেন। মুমিনগণ ঈমান এনেছেন। তারা সকলেই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি এবং রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন।

তারা বলেন, আমরা রাসুলদের একজনকে অন্যজন থেকে পার্থক্য করি না। আর তারা বলেন, আমরা নির্দেশ শুনেছি এবং অনুগত হয়েছি। হে আমাদের প্রভু! আমরা গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করছি। আমরা তোমারই দিকে ফিরে যাবো। (সুরা আল বাকারা, আয়াত : ২৮৫)

ফেরেশতারা আল্লাহ তায়ালার এমন এক সৃষ্টি যে, তাদের যে কাজের আদেশ দেওয়া হয় তারা তাই করে এতে তাদের কোনো ক্লান্তি নেই। তারা সবসময় আল্লাহ তায়ালার ইবাদত করে। আল্লাহর ইবাদতে কখনো কোনো বিরক্তি প্রকাশ পায় না তাদের মনে, ইবাদত করতে গিয়ে তারা কখনো ক্লান্তও হয় না।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন—

یُسَبِّحُوۡنَ الَّیۡلَ وَ النَّهَارَ لَا یَفۡتُرُوۡنَ

তারা দিন-রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা ক্লান্তও হয় না। (সুরা আম্বিয়া, আয়াত : ২০)

অর্থাৎ, ফেরেশতারা রাত দিন আল্লাহর তসবীহ পাঠ করে এবং কোন সময় অলসতা করেন না, কোন সময় ক্লান্তও হয় না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top