শ্রীলঙ্কায় সিয়াম, থাকবেন সুস্মিতাও
প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬ ১১:২২
আপডেট:
৭ জানুয়ারী ২০২৬ ০০:২৬
আসন্ন ঈদে নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে দেশের বাইরে। খবর পাওয়া গেছে, গত রোববার (৪ জানুয়ারি) রাতে সিনেমার একটি বড় অংশের শুটিং করতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে ‘রাক্ষস’ টিম।
নির্মাতা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ন করা হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।
এদিকে, ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে ক্যারিয়ার শুরু করা সুস্মিতা এর আগে ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন।
কিছুদিন ধরে দুবাইতে বেশ ব্যস্ততার মাঝে ছিলেন সুস্মিতা। বর্তমানে নাকি ভারতে অবস্থান করছেন; তবে কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন- এমনটাই জানা গেছে।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমার বলিষ্ঠ গল্পের কারণেই তিনি এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বলেছিলেন, গল্পটি শুনে আমি মুগ্ধ হই। এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ আছে। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করা আমার জন্য বড় প্রাপ্তি।
অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেলে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় দেখা যাবে একটি বিশেষ প্রেমের গল্প, যার পরিণামে সিয়ামের চরিত্রটি ‘রাক্ষস’ হয়ে ওঠে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ ও আলীরাজসহ অনেকে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: