শুক্রবার, ৯ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২০ ফুটবলার চূড়ান্ত, দেখে নিন কারা আছেন


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬ ১৪:২৭

আপডেট:
৯ জানুয়ারী ২০২৬ ১২:২২

ফাইল ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো মাস কয়েক বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে আর কিছু দিন পর।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। এর মধ্যে ২০ জনের জায়গা প্রায় চূড়ান্ত। বাকিরা আছেন শেষ মুহূর্তের বিবেচনায়।

লিওনেল স্কালোনির দল বিশ্বকাপে খেলবে গ্রুপ জে’তে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

২০ জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ। তার সঙ্গে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে নিয়মিতদের মধ্যে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডে স্কালোনির ভরসার নামগুলো হলো রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো। এ ছাড়া সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছেন জুলিয়ানো সিমেওনে ও তরুণ নিকোলাস পাজ। আক্রমণভাগে সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। তিনি খেলতে চাইলে বিশ্বকাপে থাকবেন বলেই ধারণা। তার সঙ্গে নিশ্চিতদের তালিকায় রয়েছেন লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস ও থিয়াগো আলমাদা।

শেষ ছয়টি জায়গার জন্য প্রতিযোগিতা চলছে বেশ কয়েকজনের মধ্যে। তৃতীয় গোলরক্ষক হিসেবে এগিয়ে আছেন ওয়াল্টার বেনিতেজ। রক্ষণভাগে আলোচনায় রয়েছেন হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মারকোস সেনেসি। অভিজ্ঞতার কারণে মারকোস আকুনিয়া আপাতত এগিয়ে থাকলেও তরুণ ভালেন্তিন বার্কো নজরে রয়েছেন। মিডফিল্ডে এজাকুয়েল পালাসিওস এবং ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন। শেষ ফরোয়ার্ড পজিশনের জন্য আলোচনায় হোসে ম্যানুয়েল লোপেজ।

অন্যদিকে চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাউলো দিবালা। একই কারণে আলোচনার বাইরে মাতিয়াস সুলে, আলান ভারেলা ও ফাকুন্দো কাম্বেসেস। তরুণ ক্লোদিও এচেভেরি, ভ্যালেন্তিন কার্বোনি ও ভ্যালেন্তিন গোমেসদেরও এখনও নিজেদের প্রমাণ করতে হবে।

বিশেষ ক্ষেত্রে আছেন আলেহান্দ্রো গারনাচো। বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে তার সুযোগ পাওয়া অনিশ্চিত। নিয়মিত আলোচনায় থাকলেও এখনো স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারেননি আনহেল কোরেয়া। বিশ্বকাপ শুরুর আগে সময় এখনো হাতে রয়েছে। তাই স্কালোনির চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনাও খোলা থাকছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top