মঙ্গলবার, ৬ই জানুয়ারী ২০২৬, ২৩শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের শরীরে গুলির চিহ্ন শনাক্ত


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬ ১৩:২৫

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ১৩:২৮

ছবি : সংগৃহীত

‎জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মধ্যে প্রায় সবার শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলনের পর ডিএনএ পরীক্ষা সম্পন্ন শেষে এমন তথ্য জানান সিআইডি প্রধান মো. ছিবগত উল্লাহ।

‎সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় অজ্ঞাত শহীদদের কবর শনাক্তের পর হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।

‎মো. ছিবগত উল্লাহ বলেন, ‘আমরা অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন শেষে তাদের ডিএনএ স্যাম্পল কালেকশন করেছি। প্রাথমিকভাবে আমরা ৮ জন শহীদ পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের ডিএনএ স্যাম্পল নেওয়ার পর তাদের কবরগুলো শনাক্ত করে পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা অন্যান্য অজ্ঞাত শহীদদের পরিবারের আবেদন প্রেক্ষিতে বাকিদের শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও, জুলাই অভ্যুত্থানের সময় যেসব মরদেহ কবর দেওয়া হয়েছে, আমরা তাদের ডিএনএ কালেকশনের পর প্রায় সবার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।’

‎তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১১৪ জনের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলাম গণকবরে দাফন করা হয়েছে। এ সময়ের সকল ১১৪ জনের মরদেহের মধ্যে সদ্য জন্ম নেওয়া মরদেহ থেকে শুরু করে ভবঘুরেসহ মোট ১১৪ জনের অজ্ঞাত মরদেহ দাফন করা হয়। আমরা এ ১১৪টা মরদেহ উত্তোলন করে ডিএনএ স্যাম্পল কালেকশন করি। এদের মধ্যে আমাদের কাছে ৯ জন শহীদ পরিবারের সদস্যরা আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ৮ জনের কবরগুলো শনাক্ত করে পরিবারের কাছে কবরগুলো বুঝিয়ে দিয়েছি। এ ৯ জনের মধ্যে একজনের ডিএনএ শনাক্ত না হওয়ায় আমরা তার কবর হস্তান্তর করতে পারিনি।

‎এদিকে, সৌদি আরব প্রবাসী মো. জিলানীর পরিবারের সদস্যদের মধ্যে তার এক আত্মীয় ডিএনএ স্যাম্পল দেয়। সে স্যাম্পলে তার ডিএনএ শনাক্ত করা যায়নি। নিখোঁজ জিলানীর নিকটাত্মীয় কেউ দেশে এসে স্যাম্পল দিলে তাকে শনাক্ত করা সম্ভব হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top