মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


যে পাপের কারণে চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৮:০২

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২১:৩০

ছবি সংগৃহীত

মানুষ বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত থাকে। প্রত্যেক পাপের ভিন্ন ভিন্ন শাস্তি রয়েছে। আল্লাহ তায়ালা একেক পাপীকে একেক ধরনের শাস্তি দেবেন। কাউকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কাউকে আগুনের জুতা পরাবেন। কারো কানে সীসা ঢালা হবে। পাপের ধরন অনুযায়ী প্রত্যেক পাপীকে শাস্তি দেওয়া হবে।

যারা পৃথিবীতে মদ পান করে, জুয়া খেলে, অনর্থক কথা ও কাজে লিপ্ত থাকে এবং গান বাদ্যে লিপ্ত থাকে তাদের চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ তায়ালা।

এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রসহ গান করবে। আল্লাহ তায়ালা তাদেরকে ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কারো কারো আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিণত করে দেবেন। (বুখারি, হাদিস : ৫৫৯০, আবু দাউদ, হাদিস : ৪০৩৯)

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় আরেক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তায়ালা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গী হারাম করেছেন। তিনি আরও বলেন, নেশাগ্ৰস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। (আহমদ: ১/৩৫০, আবু দাউদ, হাদিস : ৩৬৯৮)

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা মদ পানকে হারাম ঘোষণা করেছেন। বর্ণিত হয়েছে, ‘তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এ দুটির মাঝে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়।’ (সুরা: বাকারা ২১৯)

হজরত আনাস রা. বলেন, রসুল সা. মদের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত করেছেন। ১. মদ প্রস্তুতকরী। ২. মদের ফরমায়েশ দানকারী। ৩. মদ পানকারী। ৪. মদ বহনকারী। ৫. যার কাছে মদ নিয়ে যাওয়া হয় সে ব্যক্তি। ৬. যে মদ পান করায়। ৭. মদ বিক্রেতা। ৮. মদের মূল্য ভোগকারী। ৯. মদ ক্রয়কারী। ১০. যার জন্য মদ ক্রয় করা হয়। (মেশকাত ২৭৭৬)


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top