ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ
প্রকাশিত:
৭ আগস্ট ২০২৫ ১২:২৪
আপডেট:
৭ আগস্ট ২০২৫ ২৩:১২

এখন থেকে ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে নুসুক অ্যাপ। সম্প্রতি নতুন এক ফিচার চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ফিচারের মাধ্যমে ইন্টারনেট ডেটা খরচ না করেই নুসুক অ্যাপ ব্যবহার করা যাবে। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে টেলিকম অপারেটর এসটিসি,মোবাইলি এবং জেইন–এর সহযোগিতায়। হজ ও ওমরাহ পালনকারীদের যাত্রা সহজ করতে এবং তাদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুওয়াইমি বলেন, স্থানীয় সিম কার্ডধারীরা কোনো অ্যাক্টিভ ডেটা প্ল্যান বা ইন্টারনেট সংযোগ ছাড়াই নুসুক অ্যাপ এবং এর সকল সেবা ব্যবহার করতে পারবেন।
এই সেবার আওতায় রয়েছে, পারমিট ইস্যু করা, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, মানচিত্রের মাধ্যমে নেভিগেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ফিচার ব্যবহার, প্রতিবেদন ও প্রশ্ন জমা দেওয়া।
নুসুক প্ল্যাটফর্মের সিইও আহমেদ আল-মাইমান বলেন, এই নতুন ফিচার ভিড় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে সহায়তা করবে। পথ হারানো ব্যক্তির সংখ্যা কমাবে এবং প্রবেশের সময় পারমিট যাচাইয়ের কাজ দ্রুততর করবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: