বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৪শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


এইচএসসির ফল প্রকাশে প্রস্তুত শিক্ষা বোর্ড, লক্ষ্য ১৬ অক্টোবর


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৫ ১৮:০৫

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ২১:৪৯

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে তারিখটি প্রস্তাব হিসেবে পাঠাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ওই দিনই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত এক শিক্ষা বোর্ড চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১৬ অক্টোবর ফল প্রকাশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ওই তারিখে ফল প্রকাশ করা হবে।’

এর আগে বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তবে ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ‘ফল তৈরির কাজ শেষ। বোর্ডগুলো তিনটি সম্ভাব্য তারিখ দেবে, তার মধ্যে ১৬ অক্টোবরকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top