বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৩শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


জুবিন গর্গের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫ ২০:২৭

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০২:৩৯

ফাইল ছবি

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত।

কীভাবে লাইফ জ্যাকেট ছাড়া জুবিনকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন উঠেছে তার দিকে। এবার জানা গেল, মৃত্যুর আগের রাতে নাকি জুবিনকে ঘুমাতে ও বিশ্রামও নিতে দেননি সিদ্ধার্থ।

জুবিনের ব্যান্ডের সদস্য পার্থপ্রতিম গোস্বামীর অভিযোগের তিরও সিদ্ধার্থর দিকেই। সিদ্ধার্থ ছাড়াও ব্যান্ডের আরও এক সদস্য শেখরজ্যোতি গোস্বামীর দিকেও আঙুল তুলেছেন পার্থপ্রতিম। জুবিনের মৃগীর অসুস্থতা ছিল। তা সত্ত্বেও কীভাবে তাকে সারা রাত মদ্যপান করতে দেওয়া হল এবং পরের দিন সকালে ওই অবস্থায় তাকে জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন পার্থপ্রতিম।

পার্থপ্রতিমের দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতিই সেই রাতে জ়ুবিনকে ঘুমোতে দেননি। পরের দিন সকালে নিজেদের আমোদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনও দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।

পার্থপ্রতিম বলেন, ‘এই গাফিলতির দায় বর্তায় সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উপরেই। তোমরা দু'জন জ়ুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতে। তোমরা জানত জ়ুবিনের অসুখের কথা। সারা রাত তাকে মদ্যপান করিয়ে জাগিয়ে রেখে পরের দিন সকালে তাকে সমুদ্রে সাতার কাটতে দিলে! এটা তোমরা কীভাবে করতে পারলে?’

সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা সারারাত ওকে ঘুমোতে দাওনি। পরের দিন সকালে জোর করে তাকে সমুদ্রে নিয়ে গেলে। কারণ তোমরা আমোদ করতে চেয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকব, ওদের ক্ষমা করব না।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top