বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৪শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি রাজনৈতিক দুষ্টচক্রের দখলে


প্রকাশিত:
১ অক্টোবর ২০২৫ ১৯:১০

আপডেট:
১ অক্টোবর ২০২৫ ১৯:১২

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি ‘রাজনৈতিক দুষ্টচক্র’ দখল করে নিয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​মাদ্রাসা শিক্ষায় আধুনিকতা ও ধর্ম শিক্ষার গুরুত্ব শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে বাস্তবমুখী, যুগোপযোগী ও আধুনিক করতে কাজ করছে।

তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান ব্যবস্থা হলো মাদ্রাসা শিক্ষা, আর মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার প্রতি অবশ্যই প্রাধান্য দিতে হবে৷ তিনি শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার প্রতিও সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ঢাকা আলিয়া মাদ্রাসার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ও জমি দ্রুত প্রক্রিয়ায় সমাধান, শিক্ষক সংকট দূরীকরণ, অ্যাকাডেমিক ভবন নির্মাণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top