বৃহঃস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫, ২৩শে আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো অপশন নেই: সারজিস আলম


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫ ১৮:৪০

আপডেট:
৯ অক্টোবর ২০২৫ ০২:৪২

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকায় এনসিপির প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরজিস আলম বলেন, আমরা একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই, আমাদের সংগঠনিক ভিত্তি আগে শক্তিশালী করতে হবে। তাই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাওয়া শুরু করেছি। আশা করছি, নভেম্বরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে।

তিনি বলেন, আমরা এটা চিন্তাই করি না যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এটি অভ্যুত্থানের একটি অপরিহার্য ডিমান্ড। এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। সর্বশেষ ঐক্যমত কমিশনের মিটিংয়ে আমরা এই বিষয়ে পজিটিভ আভাস পাচ্ছি। আমরা আশা করি, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এবং জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো আছে সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে যাব। আমরা বিশ্বাস করি, নির্বাচন এবং জুলাই সনদ পরস্পরের মুখোমুখি দাঁড়াবে না। বরং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন শাপলাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় যাচ্ছে। যদি এটা হয় তাহলে আমরা বলব, তাদের প্রতিষ্ঠানের স্বকীয়তা বা স্বাধীনতার যে অপব্যবহারের নমুনা আমরা দেখতে পাচ্ছিলাম, তারা সেটা থেকে বেরিয়ে এসে সঠিক পথের দিকে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে আমরা অবশ্যই তাদের ধন্যবাদ জনাব।

দলটির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top