১১ কেজির কোরাল ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি
প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ১৪:৫৭
আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮

রাজবাড়ী জেলার দৌলতদিয়া টার্মিনালে ১১ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ ১৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় দৌলতদিয়া টার্মিনালে হালিমের আড়তে মাছটি বিক্রি করা হয়।
আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৫০ টাকায় মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে মোবাইল ফোনে আলোচনার মাধ্যমে কোরাল মাছটি প্রতি কেজি এক হাজার ৬০০ টাকা দরে মোট ১৭ হাজার ৬০০ টাকায় টাঙ্গাইল জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: