মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১১ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


ইথিওপিয়ার হায়লি গুবে আগ্নেয়গিরি

১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ছাই ভেসে এলো দক্ষিণ এশিয়ার আকাশে


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫ ১০:৩০

আপডেট:
২৫ নভেম্বর ২০২৫ ১৮:১০

ফাইল ছবি

১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার হায়লি গুবে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। এই অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া বিশাল ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠেছে ১৪ কিলোমিটার পর্যন্ত এবং ছাই ভেসে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিয়েও।

মূলত অগ্ন্যুৎপাতের পর ইথিওপিয়া থেকে ইয়েমেন ও ওমান পেরিয়ে সেই ছাই দক্ষিণ এশিয়ার আকাশে চলে আসে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করেছে। টুলুজ আগ্নেয়ছাই পরামর্শ কেন্দ্র (ভিএএসি) জানায়, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ঘন ধোঁয়া আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে।

রোববার কয়েক ঘণ্টা ধরে আফার অঞ্চলের হায়লি গুবি আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করে। রাজধানী আদ্দিস আবাবা থেকে উত্তর-পূর্বে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, ইরিত্রিয়া সীমান্তের কাছে এটি অবস্থিত।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত আগ্নেয়গিরিটি রিফট ভ্যালির ভেতর পড়ে। এটি দুটি ভূ-তাত্ত্বিক প্লেটের সংযোগস্থল হওয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি তুলনামূলকভাবে সেখানে বেশি দেখা যায়।

ভিএএসি জানায়, অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়ছাইয়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে ভেসে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও আকাশের দিকে উঠে যাওয়া সাদা ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানায়, বরফ যুগের শেষের পর শুরু হওয়া হোলোসিন যুগে অর্থাৎ প্রায় ১২ হাজার বছর ধরে হায়লি গুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই।

মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ প্রফেসর সাইমন কার্নও ব্লুস্কাইয়ে নিশ্চিত করেছেন, “হোলোসিন যুগে হায়লি গুবিতে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই”।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top