ভারতের কর্ণাটকের ঘটনা
চিড়িয়াখানার পশুপাখি রেখে বিদেশির সঙ্গে ছবি তোলা শুরু করলেন মানুষ
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫ ১১:৪২
আপডেট:
২ ডিসেম্বর ২০২৫ ১৬:০৮
ভারতের কর্ণাটকের চিড়িখানায় ঘুরতে গিয়েছিলেন ইতালির নাগরিক নোভা নোবিলিও। তবে সেখানে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তার। এ ইতালিয়ান জানিয়েছেন, সেখানকার স্থানীয় বাসিন্দারা পশুপাখি বাদ দিয়ে তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। যেখানে তিনি পশুপাখির ছবি তুলতে গিয়েছিলেন। সেখানে অন্য মানুষের সঙ্গে দাঁড়িয়ে তাদের সঙ্গে ছবি তুলতে হয়েছে।
ইনস্টাগ্রামে নিজের এমন অন্যরকম অভিজ্ঞতার কথা জানিয়ে ভিডিও প্রকাশ করেছেন নোভা নোবিলিও। এতে তিনি লিখেছেন, “চিড়িয়াখানায় গিয়েছিলাম পশুপাখি দেখতে। কিন্তু দেখা গেলো আমিই সেই বিদেশি প্রাণী যাকে দেখতে সবাই এসেছিল।”
প্রায় দুই লাখ মানুষ তার এ ভিডিওটি দেখেছেন। বেশিরভাগ মানুষের মন্তব্যই ছিল ইতিবাচক। একজন বলেছেন বিষয়টি বেশ ‘সুন্দর’। আরেকজন বলেছেন এরমাধ্যমে সাধারণ মানুষের সরলতা ফুটে উঠেছে। এছাড়া ওই বিদেশির প্রশংসাও করেছেন তারা।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: