মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫২

আপডেট:
২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩৬

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসতে যাওয়া বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী দলগুলো হাতে লাঠি ও গেরুয়া রঙের পতাকা নিয়ে হাই-কমিশন অভিমুখে আসে। তখন তাদের আটকে দেয় পুলিশ ।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ দুপুর ২টার দিকে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই-সিকিউরিটি জোনে থাকা বাংলাদেশ উপ-হাইকমিশনের দিকে আসতে চায়। পুলিশ এতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় এলাকাটি পরিষ্কার করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।

বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তারা বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করার চেষ্টা করে। আজ বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, হিন্দু জাগরণ মঞ্চ।

পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “বিক্ষোভ মিছিল বেকবাগান এলাকায় পৌঁছায়। কিন্তু উপ-হাইকমিশনের গেইটে পৌঁছানোর আগে পুলিশ তাদের আটকে দেয়। এটি অত্যন্ত হাই সিকিউরিটি জোন।”

বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি স্মারকলিপি দিতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। ওই সময় সংঘর্ষ শুরু হলে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

এরপর বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। তাদের ছাড়াতে অনেকে ভ্যানের ওপর ওঠে বসেন।

এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যে সেখানে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারা। তারা হিন্দুত্ববাদী দলগুলোকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top