শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


‘৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত’


প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১৯:৫৯

আপডেট:
২৪ মে ২০২৫ ২৩:৩৯

ছবি সংগৃহীত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা করেছে ভারত। শনিবার জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পার্বতনেনি হরিশ বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের সমর্থন বন্ধ না হওয়া পর্যন্ত ৬৫ বছর পুরোনো এই চুক্তি স্থগিত থাকবে।

এর আগে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘‘পানিই জীবন, এটি যুদ্ধের অস্ত্র নয়।’’ তার এমন বক্তব্যের জবাবে ভারতীয় রাষ্ট্রদূত ওই মন্তব্য করেছেন।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে; যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। এই হামলার ঘটনার একদিন পর ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করাসহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। পরে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত-সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় ভারত ও পাকিস্তান।

সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূত হরিশ বলেন, ‘‘ভারত সবসময়ই উজানের রাষ্ট্র হিসেবে দায়িত্বশীল আচরণ করেছে।’’ এরপর তিনি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের পক্ষে চারটি যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ‘‘৬৫ বছর আগে ভারত সরল বিশ্বাসে এই চুক্তি করেছিল। সেই চুক্তির প্রস্তাবনায় বন্ধুত্বের চেতনা ছিল। কিন্তু গত ছয় দশকে পাকিস্তান সেই চেতনার বিরোধিতা করে ভারতের বিরুদ্ধে তিনটি যুদ্ধ করেছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়েছে।’’

তিনি বলেন, গত চার দশকে সন্ত্রাসী হামলায় ২০ হাজারের বেশি ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারত এই সময়ে অসাধারণ ধৈর্য্য ও উদারতা দেখিয়েছে। পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় আন্তঃসীমান্ত সন্ত্রাস ভারতের নাগরিকদের জীবন, ধর্মীয় সম্প্রীতি এবং অর্থনৈতিক অগ্রগতিকে জিম্মি করে রেখেছে।

রাষ্ট্রদূত হরিশ বলেন, ‘‘গত ৬৫ বছরে অনেক মৌলিক পরিবর্তন ঘটেছে—সীমান্তপারে সন্ত্রাস বাড়ছে, পরিষ্কার জ্বালানি উৎপাদনের প্রয়োজন বাড়ছে, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যাগত পরিবর্তন হচ্ছে।’’

তিনি বলেন, বাঁধ নির্মাণে প্রযুক্তিগত অগ্রগতি ঘটেছে; যা বাঁধ পরিচালনার ও পানি ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করেছে। পুরোনো কিছু বাঁধ এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হয়েছে। কিন্তু চুক্তি অনুযায়ী সুযোগ থাকা সত্ত্বেও পাকিস্তান এসব বাঁধের যেকোনও পরিবর্তন বা সংস্কার কাজে বাধা দিয়ে যাচ্ছে।

হরিশ বলেন, ২০১২ সালে জম্মু-কাশ্মিরের তুলবুল প্রকল্পে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ছদ্মবেশী এসব কাজ আমাদের প্রকল্পগুলোর সুরক্ষা এবং বেসামরিক নাগরিকদের জীবনকে বিপণ্ন করে চলেছে।

ভারতীয় এই রাষ্ট্রদূত বলেন, গত দুই বছরে ভারত বহুবার পাকিস্তানকে চুক্তির কিছু ধারার সংশোধন নিয়ে আলোচনা করতে বলেছে। কিন্তু পাকিস্তান সব সময়ই তা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের এমন পদক্ষেপ ভারতের ন্যায্য অধিকারের প্রয়োগে বাধা সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘‘চলমান পরিস্থিতির ভিত্তিতেই ভারত সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তান যতদিন পর্যন্ত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে নিজেদের সমর্থন স্থায়ীভাবে বন্ধ না করবে, ততদিন পর্যন্ত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকবে।’’

সূত্র: এনডিটিভি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top