করোনায় কারিনার সময় কাটছে যেভাবে
 প্রকাশিত: 
                                                ২৫ জুন ২০২০ ০৩:১২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:১০
                                                
                                        স্বামী সাইফ আলী খান ও ছেলে তৈমুরকে নিয়ে ঘরেই সময় কাটছে হিরোইন খ্যাত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের। তবে খুব একটা বোরিং হচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। বর্তমানে শরীর চর্চা করেই সময় কাটাচ্ছেন কারিনা।
দিনের বেশ খানিকটা সময় ব্যক্তিগত ব্যায়ামাগারে শরীর চর্চা করছেন। পাশাপাশি ইয়োগার মাধ্যমে জিরো ফিগার ধরে রাখার চেষ্টা করছেন। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।
বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম বাসায় থাকাটা বেশ কষ্টের হয়ে যাবে আমার জন্য। কিন্তু তা হয়নি। বরং অন্যরকম সময় কাটাচ্ছি আমি। কারণ পরিবারের পাশাপাশি আমি শরীরচর্চায় মনযোগ দিয়েছি। এখন আগের তুলনায় আরো বেশি সময় দিচ্ছি জিমে। বাসারমধ্যেই জিম হওয়ায় যখন তখন শরীরচর্চা করতে সুবিধে হয়েছে আমার।
জানেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পার্থক্যটা বুঝতে পারি। আত্মবিশ্বাস নিয়ে শরীরচর্চা করে গত তিন মাসে আগের থেকেও আমার ফিটনেসটা অনেক বেড়েছে, এটা নিজেই উপলব্ধি করছি।



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: