শুক্রবার, ২৮শে নভেম্বর ২০২৫, ১৩ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


সব চেষ্টা ব্যর্থ, কোটি টাকার ক্ষতি ঠেকাতে পারলেন না দীপিকা


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫ ২০:৪৪

আপডেট:
২৮ নভেম্বর ২০২৫ ০০:২৯

ফাইল ছবি

অভিনয়ে সাফল্যের শিখরে থাকলেও নিজের ব্যবসায় ঠিক উল্টো দৃশ্য দেখছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। শুরুর দিকে লাভও এসেছিল কিছুটা। কিন্তু গত অর্থবছরের সব হিসেব উলটে দিল। ব্র্যান্ডটি এক বছরে ক্ষতি গুনেছে প্রায় ১২.৩ কোটি রুপি! অর্থাৎ ব্যবসা করতে গিয়েই যেন অনেকটাই ক্ষতিগ্রস্থ হলেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, দীপিকার ব্র্যান্ডের আয় কমেছে হু হু করে। আগের বছরের ২১.২ কোটি রুপির জায়গায় এবার আয় নেমে এসেছে ১৪.৭ কোটিতে। খরচ কমানো, মার্কেটিং বাড়ানো- সব চেষ্টা করেও লাভের মুখ দেখা যায়নি। তবে পরের বছর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।

তবে এদিকে তার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যবসায় পুরো উল্টো অভিজ্ঞতা পাচ্ছেন। তার ‘কে-বিউটি’ ব্র্যান্ড ২০১৯ সালে শুরু হলেও এখন দারুণ লাভের মুখ দেখছে। গত আর্থিক বছরে ক্যাটরিনার ব্র্যান্ডের লাভ বেড়েছে ৪৫ শতাংশ!

এছাড়াও মাত্র দুই বছরের নবীন ব্র্যান্ড নিয়েও বাজিমাত করেছেন কৃতি স্যানন। তার ‘হাইফেন’ ইতোমধ্যেই আয় করেছে ৪০০ কোটি রুপিযা বলিউডের তারকাদের ব্র্যান্ড দুনিয়ায় বিরল সাফল্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top