মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত, সেরা ডিফেন্ডার বাংলাদেশের স্মৃতি


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ২২:১৪

আপডেট:
২৫ নভেম্বর ২০২৫ ০০:২০

ছবি : সংগৃহীত

চাইনিজ তাইপের বিপক্ষে ৩৫-২৮ পয়েন্টের জয়ে নারী কাবাডি বিশ্বকাপের মুকুট ধরে রাখল ভারত। ২০১২ সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল দেশটি। আজ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভিক্টরি ল্যাপ দেন। নেচে-গেয়ে নারী কাবাডি বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপা উদযাপন করেন দেশটির প্রতিনিধিরা।

বিশ্বকাপটা স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় তারকা সাঞ্জু দেবীরও।দেশের হয়ে শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড়ও হয়েছেন তিনি। খালি হাতে শেষ করেনি বাংলাদেশও, জিতেছে ব্রোঞ্জ। আর ব্যক্তিগতভাবে আসর সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতে টুর্নামেন্টটাকে স্মরণীয় করে রেখেছেন স্মৃতি আক্তার। দলীয় পুরস্কারের পাশাপাশি তিনটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে সমাপনীতে। তৃতীয় ব্যক্তিগত পুরস্কারটি জিতেছেন চাইনিজ তাইপের মিন লিন। আসরের সেরা রেইডার হয়েছেন তিনি।

টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার স্মৃতি আক্তার বলেন, 'আমরা দেশকে পদক দিতে পেরেছি এর চেয়ে বড় খুশি আর কোথাও নেই। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন ফাইট দেবো পরের বিশ্বকাপে। (ভারত, চাইনিজ তাইপেসহ অন্যদের সাথে) পার্থক্য হলো মূলত টেকনিক, ফিজিকাল ও ফিটনেসে। ওরা যেভাবে সহজেই কাজগুলো করে, আমাদের মধ্যে এসবের ঘাটতি আছে। ফিজিকাল ফিটনেসে ঘাটতি আছে। এগুলো যদি ঠিক করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা জিততে পারবো। আমরা এই টুর্নামেন্টের জন্য ৯ মাসের মতো ক্যাম্প করেছি। সেই তুলনায় অনেক ভালো করেছি।'

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন। তার সঙ্গে বিজয়ীদের পদক পড়িয়ে দিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দুই সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন ও হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি আব্বাস আভারসেজি, প্রো কাবাডির লিগ কমিশনার অনুপম গোস্বামী, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের পরিচালক তেজস্বী সিং গেলত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top