মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৪ই মাঘ ১৪৩২


বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক সভাপতির


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬ ১৮:৪১

আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ২১:৩২

ফাইল ছবি

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিন দেশ– যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। সেখানে কাউকে প্রধান আয়োজক বলা না হলেও গুরুত্বপূর্ণ বেশিরভাগ ম্যাচই গড়াবে মার্কিন ভূমিতে। বিশ্বকাপে তাদের ভেন্যুর সংখ্যাও বেশি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী নীতির কারণে কয়েকটি প্রতিযোগী দেশও বিপাকে আছে। একইভাবে ইউরোপে উঠেছে বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

এবার ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারও যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ উপভোগ না করার আহ্বান জানিয়েছেন ফুটবলভক্তদের। ট্রাম্প ও তার প্রসাশনের বিরূপ আচরণের জন্য ব্লাটার ওই দেশ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। দুর্নীতিবিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি মার্ক পিয়েথ গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ থেকে সমর্থকদের দূরে থাকা উচিত বলে জানান। তাকে সমর্থন জানিয়ে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বার্তা দিয়েছেন ব্লাটার।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘দার বান্ড’কে আইনজীবী পিয়েথ বলেন, ‘রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা, অভিবাসন সংস্থার অত্যাচারের মতো বিষয়গুলো আমরা দেশজুড়ে (যুক্তরাষ্ট্র) দেখছি। যা সমর্থকদের দেশটিতে যাওয়ার জন্য উৎসাহিত করে না। তাদের প্রতি আমার একটাই পরামর্শ– যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন। এরচেয়ে ভালোভাবে খেলা দেখতে পারবেন টেলিভিশনে। সমর্থকদের মনে রাখতে হবে যে, দেশটিতে যাওয়ার পর কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠিয়ে দেবে, যদি ভাগ্য ভালো হয়…।’

পিয়েথের এই বিশ্বকাপ বয়কটের মন্তব্যে সমর্থন দিয়ে ব্লাটার এক টুইটে লিখেছেন, ‘সমর্থকদের জন্য শুধু একটাই পরামর্শ– যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন! আমরা মনে হয় মার্ক পিয়েথের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক।’

আগামী ১১ জুন থেকৈ ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের আসর বসবে উত্তর আমেরিকার তিন দেশে। এর মধ্যে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র সম্প্রতি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এর বাইরে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অভিবাসন সংক্রান্ত কঠোর নীতিমালা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে আমেরিকার বিভিন্ন শহরে। যা দমন করতে গিয়ে মিনেপোলিসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতের নজিরও রয়েছে। এই পরিস্থিতিতে জার্মান সকার ফেডারেশনের সহ-সভাপতি ওকে গোটলিচ বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনার কথা জানান।

বিশ্বকাপ খেলতে যাওয়া দুই দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা দুটি আফ্রিকান দেশ সেনেগাল ও আইভরিকোস্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত দেশ দুটির খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেও, জটিলতায় পড়তে পারেন সমর্থকসহ অনেকেই। তারও আগে ইরান ও হাইতির ওপরও একই কঠোর নির্দেশনা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই দুটি দেশও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top