টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলে অস্বস্তি
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬ ১৮:০৫
আপডেট:
২৬ জানুয়ারী ২০২৬ ২০:০৪
আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ফর্মে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ঘরের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজে এরই মধ্যে হ্যাটট্টিক জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে সূর্যকুমার যাদবের দল। তবে এরই মধ্যে চিন্তায় ফেলছে ওয়াশিংটন সুন্দরের চোট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়াশিংটন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। ফলে বিশ্বকাপের আগে ভারতীয় দলে পরিবর্তন দেখা যেতে পারে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, বোর্ডের মেডিক্যাল দল সুন্দরকে দু’সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। তার পর সুন্দরের চোট খতিয়ে দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন যে, বিশ্বকাপে সুন্দর থাকবেন, না তার বিকল্প ঘোষণা করা হবে।
এই সংশয়ের কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রবি বিষ্ণুইকে নেওয়া হয়েছে। গুয়াহাটিতে তিনি সুযোগ পেয়ে নজর কেড়েছেন। চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। যদি শেষ পর্যন্ত সুন্দরকে খেলানো না যায়, তাহলে তার বদলি হিসাবে বিষ্ণুইকে নেওয়া হতে পারে। সেই কারণে তাকে খেলিয়ে দেখে নেওয়া হচ্ছে।
বোর্ডের আরও একটি সূত্র জানিয়েছে, রিয়ান পরাগকেও নাকি তৈরি থাকতে বলা হয়েছে। তবে দীর্ঘ দিন ভারতীয় দলে খেলেননি তিনি। ফলে পরাগের বদলে বিষ্ণুইয়ের দলে ঢোকার সম্ভাবনাই বেশি।
ভারতীয় বোর্ড জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না তিলক বার্মা। তিনি বর্তমানে বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। সেখানেই সুস্থ হয়ে উঠছেন। ফলে শেষ দুই ম্যাচেও শ্রেয়াস আয়ার ভারতীয় দলে থাকবেন।
তবে তিলকের বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যা নেই বলে জানা গেছে। তিলক এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন। তবে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না। বিশ্বকাপের আগে ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দেবেন তিলক।
সম্পর্কিত বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: