সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২


বেপজা অঞ্চলে ৮০ মিলিয়ন বিনিয়োগ করবে কোরিয়ান কোম্পানি


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬ ১৮:৩৫

আপডেট:
২৬ জানুয়ারী ২০২৬ ২০:৩৪

ফাইল ছবি

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের সঙ্গে একটি ব্যাগ, লাগেজ এবং উচ্চমানের পোশাক উৎপাদন কারখানা স্থাপনের জন্য লিজ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বেপজা বাংলাদেশের শিল্পোন্নয়নে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করল।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে পার্ক হ্যান্ডব্যাগ বিডি এবং বেপজার মধ্যে ৮ কোটি মার্কিন ডলার প্রস্তাবিত বিনিয়োগের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষ থেকে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান মি. বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি অনুযায়ী, পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর কারখানা স্থাপন করবে। এই কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজসহ নিট ও ওভেন গার্মেন্টস পণ্য যেমন- পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা, নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যানকে বেপজার অধীনে পরিচালিত ইপিজেডসমূহ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের আরও উন্নত সেবা দিতে বেপজা ধারাবাহিকভাবে সেবা ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি করছে। আমাদের প্রতিনিয়ত আগের চেয়ে ভাল করতে হবে; যা বেপজার প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব অবস্থান ধরে রাখার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মি. বোমজুন পার্ক জানান, তাদের প্রতিষ্ঠান কোচ এবং কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ তৈরি করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে উল্লেখ করেন এবং বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবার প্রশংসা করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top