শুক্রবার, ২৩শে জানুয়ারী ২০২৬, ১০ই মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধাবস্থা

কমানোর ১২ ঘণ্টার মধ্যে ফের বাড়ল সোনার দাম


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৬ ১৭:২০

আপডেট:
২৩ জানুয়ারী ২০২৬ ২০:০০

ছবি-সংগৃহীত

কমানোর ১২ ঘণ্টা পার না হতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে, ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ দুপুর সোয়া ১২টা থেকে সোনার নতুন এ দাম কার্যকর হয়।

এর আগে সর্বশেষ প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

১২ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, গতকাল যখন আমরা বৈঠক করি, তখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী ছিল। সেই প্রেক্ষাপটে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়। তবে এরপরই বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে। পরিবর্তিত পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে আজ জরুরি বৈঠকের মাধ্যমে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজুস শুধু স্বর্ণ বিক্রি করে না, বরং কেনাবেচা— উভয়ই করে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বার্থ রক্ষার্থে সোনার দাম বাড়িয়ে নতুন করে এই সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনাকে দায়ী করেছেন দেশীয় সোনা ব্যবসায়ীদের এই নেতা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অবস্থা পরিস্থিতির যত উত্তপ্ত হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম তত বাড়ছে।

বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় বেলা ১টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০টাকা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top