শনিবার, ২৪শে জানুয়ারী ২০২৬, ১১ই মাঘ ১৪৩২


বিপিএলের শিরোপা জিতে ম্যাচ না খেলা ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬ ১১:০১

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৬ ১৩:৫৫

ফাইল ছবি

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত’র দল হেসেখেলে জিতে শিরোপা ঘরে তুলেছে। অবশ্য আসরজুড়েই ধারাবাহিক পারফরম্যান্সে অন্যতম ফেভারিট ছিল রাজশাহী। বড় নামের চেয়ে তারা তরুণ-অভিজ্ঞের মিশ্রণে স্কোয়াডে ভারসাম্য রক্ষায় মনোযোগ দেয়। চূড়ান্ত সাফল্যের পর একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও কৃতিত্ব দিলেন শান্ত।

বিপিএল আসরজুড়ে অনেক ক্রিকেটারকেই খেলার সুযোগ দিতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। তরুণ ক্রিকেটার ওয়াসি সিদ্দিকী, জিসান আলমসহ অনেকেই ডাগআউটে বসে ছিলেন। ট্রফি জয়ে তাদেরও অবদান দেখেছেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একাদশ গড়া নিয়ে বলেন, ‘অনেক কঠিন কাজ (সিদ্ধান্ত নেওয়া) ছিল। পেশাদার জায়গা থেকে দলের জন্য যা দরকার ছিল করার চেষ্টা ছিল। জিসান, ওয়াসি, (শাখির) শুভ্ররা একটা ম্যাচও পায়নি। তাদের দেখে মনে হয়নি তারা আপসেট।’

শিরোপা জয়ে তাদেরও কৃতিত্ব দেখছেন শান্ত, ‘মাঠে আসলে তারা শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কাপটা জেতার পেছনে এগুলোই বড় কারণ। অধিনায়ক হিসেবে কঠিন ছিল এসব হ্যান্ডেল করা। যাদের খেলাতে পারিনি তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তাতে আমার কাজ সহজ হয়েছে। এ ধরনের ক্যারেক্টারই সামনে বড় প্লেয়ার হতে সাহায্য করবে।’

সদ্য সমাপ্ত বিপিএলের ট্রফিতে ছিল নতুনত্ব। যদিও ফাইনালের আগপর্যন্ত আকর্ষণীয় এই স্মারক আড়ালেই ছিল। অন্যান্য আসরের চেয়ে ভিন্ন মাত্রা নিয়ে ফেরা বিপিএলের ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক বলেন, ‘ভালো লেগেছে নতুনত্ব। দিনশেষে কাপ কীভাবে আসলো এটা ম্যাটার করে না, ম্যাটার করে কীভাবে কাপ জিততে পারি। তবে নতুনত্ব এসেছে, ভালো লেগেছে।’

জিসান আলমকে নিয়ে আলাদা করে কথা বললেন শান্ত, ‘আসলে আমি জানি না কতটা ধরে রাখতে পেরেছি নিজেকে। তবে আমি চেষ্টা করি দলকে যতটা দেওয়া যায় ম্যাচ খেলি বা না খেলি। জিসানকে যতটা দেখেছি গত এক মাস, দারুণ ক্যারেক্টার। ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া, প্রসেস ধরে রাখা কিংবা দলের ভালো চিন্তা করছি কি না– এগুলো অনেক জরুরি তরুণ ক্রিকেটারদের জন্য। জিসান ধীরে ধীরে এসব জায়গায় উন্নতি করছে। আমি যদি এক-দেড়বছর আগের জিসান আর এবারের জিসান দেখি, এই জায়গায় অনেক উন্নতি। ওর একটা জিনিস ভালো লেগেছে, ম্যাচ খেলার জন্য প্রতিদিন প্রস্তুত ছিল। সামনে হয়তো সে অধিনায়ক হয়ে দলকে জেতাতেও পারে। তার এই নিবেদন দলের প্রতি, এগুলো অনেক সাহায্য করবে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top