সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


হালদা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনকে অর্থদণ্ড


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ১৮:২৬

আপডেট:
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৩৪

ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন রোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মো. ইব্রাহিম, মো. হান্নান, এবং মো. সবুজ নামে তিনজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌপুলিশ এবং হালদার পাহারাদাররা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top