বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১১:১৬

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ১৪:৩৫

ছবি সংগৃহীত

শোবিজ অঙ্গনে আবারও শোকের ছায়া। মারা গেলেন ভারতের বরেণ্য অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনিজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে জীবনের শেষ ছয় মাস শয্যাশায়ী হয়ে পড়েন এই অভিনেত্রী।

জন্ডিস কেড়ে নিল ৩৪ বছর বয়সী অভিনেতার প্রাণ
মাত্র পনেরো বছর বয়সে অভিনয় জীবন শুরু বাসন্তীর। প্রায় সাত দশকের অভিনয়জীবনে কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাসের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘিদনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

গত এপ্রিলে শুটিং করেছিলেন। তবে বুকের পাঁজরের আঘাতের পর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসার খরচ জোগাতে অসুস্থ অবস্থায় অভিনয় চালিয়ে গেছেন। মেয়ে বিবাহিত হওয়ায় দেখাশোনায় সীমাবদ্ধতা থাকলেও সহকর্মী ও প্রযোজকদের সহযোগিতা পেয়েছিলেন।

সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, শেষ দিকে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। এক সময় প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী ও টলিপাড়ার বহু শিল্পী তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন।

‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের সুবাদে ব্যাপক প্রশংসিত হয়েছে। সবশেষ ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে ‘ব্রজবালা দেবী’ চরিত্রে দেখা যায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top