রবিবার, ১০ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বিয়ে করলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা কুণাল ঠাকুর


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৭

আপডেট:
১০ আগস্ট ২০২৫ ১৮:২৮

ছবি-সংগৃহীত

রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। সেই সঙ্গে ছবিটি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক চলছে। ছবিতে রাশমিকা মান্দানার বাগদত্তার চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুণাল ঠাকুর। তবে এবার পর্দায় নয়, বাস্তবজীবনেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহনকে বিয়ের রাতে লাল ও সাদা লেহেঙ্গায় অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। স্ত্রীর সঙ্গে বিশেষ দিনে ট্যুইনিং করেই পোশাক পরেছিলেন কুণাল। লাল ও সাদা কাজ করা জমকালো লেহেঙ্গা পরেছিলেন তিনি।

মুক্তি ও কুণাল বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে আমার ভাগ্যের মিলন হতোই। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী এবং স্ত্রী হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই।’ হ্যাশট্যাগে লেখা হয়, ‘কুণাল কো মিলি মুক্তি’।

জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন তার বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। লেখেন, ‘আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল। মনে হচ্ছে আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল। খুব আনন্দিত তোমাদের জন্য। খুব মিস করব মুক্তি।’

স্টোরিতে বোন ও ভগ্নিপতিকে জানান শুভেচ্ছা তিনি। নবদম্পতির জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কুবরা সইত, মায়াং চ্যাং, নকুল মেহতা, রেশমি দেসাইয়ের মতো আরও অনেক তারকা।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুক্তি মোহনের ‘প্রি-ওয়েডিং’ অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সেখানেই কনেকে দেখা গেল ‘কেসরিয়া’ গানে বর কুণালের সঙ্গে নাচতে।

‘জরা নচকে দিখা ২’, ‘কমেডি সার্কাস কা জাদু’, ‘ঝলক দিখলা যা ৬’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭’-এর মতো অনুষ্ঠানে দেখা গেছে তাকে। শক্তি, মুক্তি ও নীতি তিনজনেই বলিউডের তিন তারকা শিল্পী। শক্তি প্রখ্যাত নৃত্যশিল্পী ও নীতি বিখ্যাত গায়িকা।

কুণাল ঠাকুর একজন অভিনেতা ও মডেল। ‘অ্যানিম্যাল’ ছবির আগে তাকে ‘কবীর সিংহ’ ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গেছে। এছাড়া বালাজি টেলিফিল্মসের ২০১৮ সালের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকেরও অংশ ছিলেন তিনি। এছাড়া একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।


সম্পর্কিত বিষয়:

কুণাল ঠাকুর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top