সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ৩রা অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


নিকোটিন পাউচ তৈরির কারখানার অনুমতি কেন অবৈধ নয় : হাইকোর্ট


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৫

আপডেট:
১৭ নভেম্বর ২০২৫ ২১:৫০

ফাইল ছবি

নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতি কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার।

পরে আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনওয়ার বলেন, গত ২৭ এপ্রিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ফিলিপ মরিস বাংলাদেশ লি. নামক একটি বহুজাতিক কোম্পানিকে বাংলাদেশের নারায়ণগঞ্জ সোনারগাঁও অঞ্চলে নিকোটিন পাউচ নামক তামাকজাত পণ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপনের অনুমতি দেয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ বিষয়ে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেন সায়েরে নাজাবি সায়েম, অ্যাডভোকেট সাজিদুল ইসলামমাহির চৌধুরীরিটের শুনানি নিয়ে আদালত নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বেজা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিপ মরিসসহ অন্যান্য বিবাদীদের প্রতি দশ দিনের রুল জারি করেছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top