বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


বাংলাদেশ সেন্টারে সে‌দিন কী ঘ‌টে‌ছিল, জানা‌লেন হাইকমিশনার আবিদা ইসলাম


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫ ১৯:২৮

আপডেট:
২০ নভেম্বর ২০২৫ ২১:২৭

ছবি : সংগৃহীত

সম্প্রতি লন্ড‌নে বাংলাদেশ সেন্টারে হেনস্তার শিকার হ‌য়ে‌ছেন বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। ওইদিনের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে হাইক‌মিশনার বলেন, তা‌দের স‌ঙ্গে ন্যাক্কারজনক ও আক্রমণাত্মক আচরণ করা হয়।

এ নি‌য়ে হাইকমিশনার আবিদা ইসলামের এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তা‌রিত তু‌লে ধ‌রেন। আজ (বৃহস্প‌তিবার) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সে‌টি ফেসবু‌কে শেয়ার ক‌রে‌ছে।

আবিদা ইসলাম বলেন, বাংলাদেশ সেন্টার থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমার সঙ্গে এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত ন্যাক্কারজনক ও আক্রমণাত্মক আচরণ করা হয়। এমনকি ডেপুটি হাইকমিশনারের গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আক্রমণ করতে উদ্যত হয়।

হাইক‌মিশনার বলেন, বাংলাদেশ সেন্টারে বর্তমানে সর্বসম্মত কোনো কাউন্সিল অব ম্যানেজমেন্ট নেই। দ্রুত এজিএম আহ্বান এবং কাউন্সিল অব ম্যানেজমেন্টের দ্বিপাক্ষিক নির্বাচন দ্রুত সম্পন্ন করে সর্বজনগ্রহণযোগ্য একটি কাউন্সিল অব ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করে দীর্ঘদিনের বিবাদ পেছনে ফেলে একটি নতুন ও কার্যকর বাংলাদেশ সেন্টার গড়ার স্বপ্ন দেখেছিলাম।

তি‌নি ব‌লেন, দুঃখের বিষয় হচ্ছে, যারা এটি চান না তারাই মিটিং পণ্ড করার জন্য তৎপর ছিলেন। যেহেতু কোনো সর্বসম্মত কাউন্সিল অব ম্যানেজমেন্ট নেই, তাই আমি সাংবিধানিক ক্ষমতাবলে এই জরুরি সভার আহ্বান করেছিলাম।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বাংলাদেশ সেন্টারের বিরোধ নিরসনে উত্তর লন্ডনের কেনসিংটনে সেন্টারের নিজস্ব ভবনে সেন্টারের ব্যবস্থাপনা কমিটির সভা ডাকেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও সেন্টারের চেয়ারম্যান আবিদা ইসলাম। তবে সেখানে তিনি সেন্টারের কয়েকজন নেতার দ্বারা হেনস্তার শিকার হন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top