বৃহঃস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫, ৬ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


ইস্ট ওয়েস্ট-এ দুই ভবনের ফাঁকে শিক্ষার্থীর মরদেহ, পুলিশ বলছে ‘আত্মহত্যা’


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫ ১৮:৩২

আপডেট:
২০ নভেম্বর ২০২৫ ১৮:৫১

ছবি : সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশের দাবি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম বিএম মুশফিকুজ্জামান (২০)। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিকুজ্জামান নামে ওই শিক্ষার্থী আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছিলেন। পরে বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরেই কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। এ সময় সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে আজ বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তে জানা যাবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top