মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জুহির বাবার কাছে বিয়ের প্রস্তাব সালমানের


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৭

আপডেট:
১৩ মে ২০২৫ ০০:৪৭

ফাইল ছবি

একের পর এক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। সেই নিয়ে জোর জল্পনাও চলেছে। কিন্তু তার পরেও সালমান খান সেই ‘এলিজিবল ব্যাচেলর’-ই রয়ে গেলেন। কাউকে চেয়েও পাননি বলেই কি বিয়েটা করা হয়ে ওঠেনি তার? সেই উত্তর নিয়েও কিন্তু জল্পনা রয়েছে।

নিজেই এক সাক্ষাৎকারে এ রকম ইঙ্গিত দিয়েছিলেন সালমান। জানিয়েছিলেন, এক নায়িকার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি ফিরিয়ে দেন। কেন ফিরিয়ে দিচ্ছেন, মুখের উপর সেই জবাবও দেন। সে কথা কোনও দিন ভুলতে পারবেন না বলেও জানান সালমান।

সেই নায়িকার নাম জুহি চাওলা। জুহির বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন সালমান। মুখের উপর প্রত্যাখ্যাত হয়েছিলেন।

ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফ, জারিন খান, সঙ্গীতা বিজলানির সঙ্গে অতীতে নাম জড়িয়েছে সালমানের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান, সে খবরও ছড়িয়ে পড়ে। তারপর সেই জল্পনায় জলও পড়ে। তা বলে জুহি? অনেক সালমানভক্তের কাছেই যা বড় ধাক্কা।

একটি শোয়ে সালমান বলেছিলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো তাকে বিয়ে করার জন্য তার বাবাকে প্রস্তাবও দিয়েছি।

তারপর কী হলো? জিজ্ঞেস করেছিলেন সাংবাদিক। জবাবে সালমান বলেন, ‘উনি না বলেছিলেন।’ সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান! যদিও সম্পর্ক, প্রেম নিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন। তবু দেশে তার মতো ভক্তসংখ্যা কত জনেরই বা রয়েছে!

কেন সালমানের বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তার জবাবও সালমান নিজেই জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি হয়তো তার চাহিদায় ফিট করিনি। আমার তেমনই মনে হয়। জানি না, কী চাইছিলেন তিনি?’

সালমান ও জুহি একটি মাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তা-ও ঠিক এক সঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দু’জনে আর কোনও ছবিতে এক সঙ্গে কাজ করেননি।

কেন সালমান আর জুহি একসঙ্গে কাজ করেননি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। বাস্তবে একে অপরের বিষয়ে ভাল কথাই বলেছেন। কিন্তু এক ছবিতে কাজ করেননি।

সালমান এর দায় চাপিয়েছেন জুহির ওপরেই। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জুহি আসলে তার সঙ্গে কাজ করতে চাননি।

জুহি অবশ্য সে কথা মানেননি। করণ জোহরের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, অতীতে আমি হয়তো কখনো তার থেকে দূরে সরে গিয়েছি। এখন পরিস্থিতি সম্ভবত অনেকটা ভাল হয়েছে।

এরপরেই সালমানের কোর্টে বল ঠেলেছেন জুহি। তিনি বলেন, কখনো কখনো সে এমনভাবে তাকিয়ে থাকত যে বুঝতেই পারতাম না ও আদৌ আমায় চেনে কি না। আমি বুঝতে পারতাম না, ওর মাথার মধ্যে কী চলছে।

শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক ছেলে আর এক মেয়ে রয়েছে তাদের। সম্প্রতি ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছিল সালমানের। শোনা গিয়েছিল, বিয়েটা তিনি সেরেই ফেলবেন। তবে এখনও সিঙ্গেল তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top