বুধবার, ২৬শে নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


বাকি টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫ ১৩:৩১

আপডেট:
২৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দোকানের বাকি টাকা চাওয়ায় আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর ঘাতক ইউসুফ আলী পালিয়ে গেলেও ১২ ঘণ্টা পর র‌্যাব-১১ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার সকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইউছুফকে গ্রেপ্তার করে র‌্যাব।

ইউছুফ ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া এলাকার মাইজের বাড়ির এরশাদ হোসেনের ছেলে। ভিকটিম আনোয়ার সাহারপাড়া এলাকার আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা।

এজাহার সূত্র জানা যায়, আনোয়ারের কনেফেকশনারী দোকান ইউছুফের বাড়ির সামনে। প্রায় দেড় বছর আগে বিদেশ থেকে আসার পর প্রায়ই ইউছুফ ওই দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করতেন। বাকি টাকা চাইলে তিনি দোকানির সঙ্গে খারাপ আচরণ করেন। মঙ্গলবার সকালেও বাকিতে মালামাল কিনতে আসে ইউছুফ। এ সময় পূর্বের টাকা চাইলে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে দোকানের ভেতর গিয়ে ইউছুফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে, পেটে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে ইউছুফের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আমরা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top