মাগুরায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫ ১২:০৭
আপডেট:
১৮ নভেম্বর ২০২৫ ১৪:০১
মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ-সংলগ্ন শাখায় এ নাশকতামূলক আগুনের ঘটনা ঘটে।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দিয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: