মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২০শে কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


প্রার্থী তালিকায় নাম নেই, কুষ্টিয়ায় সোহরাব অনুসারীদের বিক্ষোভ


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫ ১০:৫৬

আপডেট:
৪ নভেম্বর ২০২৫ ১৭:০৬

ফাইল ছবি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায় নাম না থাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের কর্মী-সমর্থকরা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দলীয় প্রার্থী ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে রেলগেট বন্ধ করে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী চলে তাদের কর্মসূচি।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন একজন ত্যাগী ও যোগ্য নেতা। তাকে প্রার্থী ঘোষণা না করা অন্যায় হিসেবে মনে করেন। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করে সোহরাব উদ্দিনের নাম ঘোষণার দাবি জানান নেতাকর্মীরাঅন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top