রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


গোপালগঞ্জে একদিনের ডিসি হলো এসএসসি পরীক্ষার্থী মুক্তি


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২১ ০৪:১০

আপডেট:
১৪ অক্টোবর ২০২১ ১৮:৫৪

ছবি-সংগৃহীত

গোপালগঞ্জে একদিনের জন্য প্রতীকী জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করলো শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিথিলা সুলতানা মুক্তি।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নিয়ে প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন করে মিথিলা সুলতানা। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পাশে বসে তাকে সার্বিক সহযোগিতা করেন।

দ্বায়িত্ব পেয়ে প্রথমে গোপালগঞ্জে করোনা সংক্রান্ত জেলা কমিটির এক সভায় অংশ নেয় মুক্তি। পরে জেলা প্রশাসকের কক্ষে তার জন্য নির্ধারিত আসনে বসে গণশুনানি করে এবং সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনে সিদ্ধান্ত দেয়।

একদিনের জন্য প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব পেয়ে মিথিলা সুলতানা মুক্তি বলে, আমি যদি জেলা প্রশাসক হতে পারি তাহলে আমি চাইবো জেলা প্রশাসন যেন শিশুশুলভ প্রশাসন হয়ে ওঠে।

শাহিদা সুলতানা বলেন, শিশুরা বড় হয়ে যাতে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আমরা সবসময় তাদের সহযোগিতা করবো। মিথিলা ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) গোপালগঞ্জ জেলার শিশু সংসদের সদস্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top