শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


করোনা থেকে ‘বাঁচতে’ চিবিয়ে খেলেন সাপের মাংস


প্রকাশিত:
২৯ মে ২০২১ ১৬:১৭

আপডেট:
৩ মে ২০২৪ ২৩:১৮

ফাইল ছবি

ভারতের তামিলনাড়ুতে মৃত সাপ চিবিয়ে খাওয়ার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ মে) ভাদিভেল (৫০) নামের ওই ব্যক্তির সাপ চিবিয়ে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তাকে ৭ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পেরুমলপত্তি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, একটি সাপ ধরে কামড়ে খাচ্ছেন ভাদিভেল। এ সময় তাকে বলতে শোনা যায়, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। কোভিড থেকে নিজেকে বাঁচাতে তাই সাপ খাচ্ছি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি প্রকাশ্যে আসতেই জেলা বনদফতরের কর্মকর্তারা পুলিশকে খবর দেন। তার পরই গ্রেফতার করা হয় ভাদিভেলকে। একইসাথে তাকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানাও করা হয়।

ওই বন কর্মকর্তা জানান, এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। এ ধরনের কাজে উৎসাহ দেওয়াটাও গুরুতর অপরাধ। এটা একটা মরা সাপ ছিল। অভিযুক্ত ব্যক্তিও মদ্যপ ছিলেন। কিছু স্থানীয় তাকে ওই কাজে উৎসাহ দেন। কারা এই কাজে উৎসাহ দিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top