লকডাউনে মানুষকে ঘরে রাখতে রাস্তায় ‘ভূতের’ নজরদারি!
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ১৬:৫৪
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৫:১০

ভূতকে কে না ভয় পায়। ছোট বাচ্চাদের ভূতের কথা বলে অনেক কিছুই করা হয়। এবার করোনার লকডাউনে যেন মানুষ না বের হয় সেই রকমের এক কান্ড ঘটেছে ইন্দোনেশিয়ায়। ‘একে করোনায় রক্ষা নেই, ভূত দোসর।’ এরকমই অবস্থা ইন্দোনেশিয়ার কেপুহ গ্রামে। ভূতের উৎপাতে নাকি এখন তটস্থ এই গ্রামের বাসিন্দারা।
তবে একটু খতিয়ে দেখলে জানা যায় ভেতরের গল্পটা। সাধারণ মানুষ যাতে লকডাউন ভেঙে রাস্তায় না বেরোন, তার জন্যই এই ভূতের দল নিয়ে এসেছে প্রশাসন। আসলে গ্রামরক্ষী বাহিনীর সদস্যদেরই সাদা কাপড়ে মুড়িয়ে ভূত সাজিয়ে রাস্তায় বের করা হয়েছে। তাতে কাজও হয়েছে দারুন। করোনার ভয়ে না হলেও ভূতের ভয়ে আর রাস্তায় বেরোচ্ছেন না কেপুহ গ্রামের বাসিন্দারা।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত এই কেপুহ গ্রাম। স্থানীয় ভাষায় গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানো অতৃপ্ত আত্মাদের বলে পোকং। পূর্ণিমার রাতে বিশেষ করে পোকং ঘুরে বেড়ায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে সেখানে। ইন্দোনেশিয়ার এখনও পর্যন্ত ৪২৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। সাবধান না হলে এখানে ১৪০,০০০ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: