মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


থানার জব্দ করা গাঁজা খাচ্ছে ‘মাদকাসক্ত’ ইঁদুর!


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫ ১২:৪৪

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৬

ছবি সংগৃহীত

‘মাদকাসক্ত’ ইঁদুরের যন্ত্রণায় বেশ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের পুলিশ প্রশাসন।

পুলিশ আসামির কাছ থেকে জব্দ করা মাদক প্রমাণ হিসেবে মজুত করে রাখে। বিচার চলাকালে জব্দ করা মাদক আদালতে উপস্থাপন করতে হয়।

কিন্তু সম্প্রতি নিজেদের জব্দ করে রাখা মাদকের লকার খুলে পুলিশের চক্ষু চড়কগাছ। পুরো লকার তছনছ হয়ে আছে, যেন সেখানে তাণ্ডব চলেছে।খবর সিবিএস নিউজের।

পুলিশের দাবি, এ কাজ কোনো মানুষ করেনি, করেছে ইঁদুর। একদল ‘মাদকাসক্ত ইঁদুর’ তাদের লকারে তাণ্ডব চালিয়েছে, মাদক খেয়েছে এবং লকারে মজুত অন্য প্রমাণাদিও ধ্বংস করেছে।

এক সংবাদ সম্মেলনে হিউস্টন নগরের মেয়র জন উইটমায়ার বলেন, প্রমাণ হিসেবে লকারে যেসব মাদক মজুত রাখা হয়েছিল, সেগুলো ইঁদুরকে আকৃষ্ট করেছে। ওই সব মাদক খেতে গিয়ে ইঁদুরগুলো অন্য প্রমাণও নষ্ট করেছে।

হুইটমায়ার আরও বলেন, আমাদের কাছে চার লাখ পাউন্ড গাঁজা মজুত আছে, যা কেবল ইঁদুরেরাই উপভোগ করছে।

ইঁদুরের উৎপাত কমাতে একটি উদ্যোগ শুরু করার ঘোষণাও দিয়েছেন মেয়র। তিনি বলেছেন, হ্যারিস কাউন্টি জেলা অ্যাটর্নি কার্যালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নগর প্রশাসনে মজুত প্রায় ১২ লাখ প্রমাণ গুছিয়ে রাখবেন এবং ২০১৫ সালের আগে প্রমাণ হিসেবে মজুত করা সব মাদক নষ্ট করে ফেলবেন।

মেয়রের সঙ্গে একই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিউস্টন ফরেনসিক সায়েন্স সেন্টারের প্রধান পিটার স্টুট। তিনি বলেন, প্রমাণ হিসেবে অনেক বেশি মাদক মজুত করায় অন্য নথিগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top