শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫, ২রা ফাল্গুন ১৪৩১


২ হাজার বছরের পুরনো মিশরীয় পাত্রে স্তন্যদুগ্ধ ও রক্তের নমুনা


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৭

আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯

ফাইল ছবি

দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সম্প্রতি ১৯৮৪ সালে টাম্পা মিউজিয়াম অফ আর্টকে দান করা ২,০০০ বছরের পুরানো মিশরীয় পাত্রের নেপথ্যের রহস্য উন্মোচন করেছেন।

ফ্লোরিডার গবেষক ডেভিড তানাসি এবং তার দল ওই পাত্র পরীক্ষা করে জানতে পেরেছেন যে ভ্রম ঘটাতে পারে এমন উত্তেজক পানীয় সেই সময়ে মিশরে তৈরি হত। এই ধরনের আধারে রাখা হত সেই পানীয়। এই পানীয় তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যায় ব্যবহার করা হত বলে দাবি করেছেন গবেষকেরা।

পাত্রের শীর্ষে রয়েছে এক প্রাচীন মিশরীয় দেবতার ছবি, যাকে অনেক দম্পতি সন্তানলাভের আশায় পুজো করতেন। বিজ্ঞানীরা পাত্রের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণার নমুনা নিয়ে উন্নত ডিএনএ এবং রাসায়নিক বিশ্লেষণ করেন। সেখান থেকে জানা গেছে যে পানীয়টি আসলে বিরল পদার্থ দিয়ে তৈরি একটি ‘ককটেল’।

একটি প্রতিবেদনে ফক্স নিউজ দাবি করেছে যে, পানীয়টি সিরিয়ান রু, ব্লু ওয়াটার লিলি, ক্লিওম প্রজাতির মতো ঔষধি এবং সাইকোট্রপিক পদার্থের মিশ্রণ যা মধু, রাজকীয় জেলি, তিল বীজ, পাইন বাদাম, ভূমধ্যসাগরীয় পাইন থেকে তেল এবং লিকোরিসের সাথে মেশানো হয়েছিল। এছাড়াও স্তন্যদুগ্ধ, রক্ত ও লালার নমুনা মিলেছে সেই পাত্রে।

বিজ্ঞানীদের বিশ্বাস ছিল যে, এটি কোনো প্রাচীন রীতিতে ব্যবহৃত হয়েছিল। গবেষক তানাসি মনে করেন , সেই সময়ে ধর্মীয় রীতি অনুযায়ী লোকেরা কোনো দেবতার কাছ থেকে স্বপ্ন পাওয়ার আশায় সুরা জাতীয় জিনিস পান করে কোনো পবিত্র স্থানে ঘুমাতো। এসবই ধর্মের সাথে সম্পৃক্ত আচারের অংশ ছিল।

তানাসি এবং তাঁর দল ২০২১ সাল থেকে এই পাত্রটি নিয়ে গবেষণা শুরু করেন। অবশেষে তার রহস্য ভেদ হলো। রহস্যময় পাত্রটি টাম্পা মিউজিয়াম অফ আর্টে প্রদর্শিত হবে । বিজ্ঞানীরা আমস্টারডামের একটি যাদুঘরে রাখা আরেকটি পাত্রের অনুরূপ বিশ্লেষণ করার পরিকল্পনা করছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top