ফোন ওঠাতে গিয়ে দুই পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়লেন নারী
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪ ১৭:৩০
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪২
পড়ে যাওয়া ফোন উদ্ধার করতে গিয়ে মহাবিপদে পড়েছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। তিনি পা পিছলে দুটি বড় পাথরের মাঝে উল্টো হয়ে আটকা পড়ে গিয়েছিলেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে নিউ সাউথ ওয়েলসের হান্টার উপত্যকায় গিয়েছিলেন মাদিলদা ক্যাম্পবেল নামের এই নারী। ওই সময় তার ফোনটি পাথরের মাঝে পড়ে যায়। তখন এটি ওঠাতে গিয়ে তিনি নিজে আটকা পড়ে যান।
এমন উল্টো হয়ে দীর্ঘ ৭ ঘণ্টা আটকা পড়েছিলেন তিনি। তাকে উদ্ধার করতে উদ্ধারকারীদের চ্যালেঞ্জিং অভিযান চালাতে হয়। সরাতে হয় কয়েকটি ভারী পাথর।
পাথরে আটকা পড়ার পর তার বন্ধু প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর উদ্ধারকারীদের খবর দেওয়া হয়।
এক উদ্ধারকারী বলেছেন, ঘটনাস্থলে যাওয়ার পর তাদের মাথায় প্রথম যে বিষয়টি এসেছিল সেটি হলো— সেখানে এই নারী গেলেন কীভাবে, আটকালেন কীভাবে। আর তাকে উদ্ধার করা হবে কীভাবে।
তবে সৌভাগ্যবশত ওই নারী শরীরে বড় কোনো আঘাত হননি। উদ্ধারের পর দেখা গেছে তার গায়ে শুধুমাত্র কয়েকটি আছড় পড়েছে।
তবে দুর্ভাগ্যের বিষয় হলো যে ফোনটি ওঠাতে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করে ফেলেছিলেন ওই নারী, সেই ফোনটিই উদ্ধার করা যায়নি।
সূত্র: বিবিসি
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: