সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


২৩ কোটি বছরের পুরনো হীরা!


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ১৫:৩৮

আপডেট:
১১ আগস্ট ২০২০ ০৪:২৬

ছবি: সংগৃহীত

হীরাটির আয়তন ৪৭*২৪*২২ মিলিমিটার। তার উজ্জ্বলতাও প্রখর। এমনই একটি আশ্চর্য হীরকখণ্ডটি মিলেছে রাশিয়ার ভূগর্ভ থেকে। ভূবিজ্ঞানীরা বলছেন, হলদে-বাদামি এই বৃহদাকার হীরকখণ্ডটি ২৩ কোটি বছরের পুরনো হতে পারে।

শুক্রবার রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরকখণ্ডটি। এখনো স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ করে নিজেরাই বিক্রি করবে আলরোসা নামক সংস্থাটি, নাকি অবিকৃত অবস্থায় নিলামে তোলা হবে। তবে হিরাটির দাম হবে কয়েকশ কোটি ডলার এ কথা নিশ্চিত।

২০১৭ সালের গ্রীষ্মকালেও একটি বিরল গোলাপি হিরা পাওয়া যায় এই খনি থেকেই। তবে রাশিয়ায় অতীতে এই মাপের হিরকখণ্ড অতীতে কখনো পাওয়া যায়নি। সংস্থার কর্ণধার পাভেল ভিনিখিন স্বভাবতই বেজায় খুশি। তার কথায়, স্মরণীয় আবিষ্কার হলো আমাদের এই খনি থেকে।


সম্পর্কিত বিষয়:

রাশিয়া হীরকখণ্ড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top