শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


২৩ হাজারে বিক্রি পদ্মার পাঙাশ


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০৫:০৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০২:৪৮

 ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে মানিকগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ২২ হাজার ৮৬০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে বাসুদেব হালদার পদ্মায় মাছ ধরতে গেলে জালে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে জাহিদের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২৭০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৬৮০ টাকা দিয়ে কিনে নেন।

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ার এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। জেলেরা মাছ পেলে খুশি থাকে। পদ্মা থেকে এখনও বড় বড় মাছ হারিয়ে যায় নি।


সম্পর্কিত বিষয়:

পাঙাশ মাছ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top