শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno

এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইন্টারনেট সেবা ব্যাহত


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ০৭:১৮

ছবি ‍: সংগৃহীত

লোহিত সাগরে সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার ঘটনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইন্টারনেট সেবায় ব্যাঘাত ঘটেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ কিছু দেশে ইন্টারনেট সেবায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত এবং ডু নেটওয়ার্কেও একই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে।

নেটব্লকস বলছে, জেদ্দার (সৌদি আরব) নিকটবর্তী এলাকায় ক্যাবল সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। তবে কিভাবে বা কার কারণে এ ক্ষতি হলো, তা এখনো স্পষ্ট নয়।

মাইক্রোসফট শনিবার জানিয়েছিল, তাদের ক্লাউড সেবা আজুর ব্যবহারকারীরা ধীরগতির সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক সরিয়ে নেওয়ায় সম্পূর্ণ সেবা বন্ধ হয়নি।

মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, “আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের রুট হয়ে যাওয়া কিছু ট্র্যাফিকে লেটেন্সি বা বিলম্ব বাড়বে। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়বে না।”

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুর, অ্যামাজনের এডব্লিউএস-এর পরেই অবস্থান করছে। ফলে এই ব্যাঘাত বৈশ্বিক প্রযুক্তি খাতে নজর কাড়ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top