বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno

ফেসবুক থেকে আয়ের সুযোগ বন্ধ হতে পারে যে কারণে


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৬:০০

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ০৪:১৬

ছবি সংগৃহীত

ফেসবুকে অন্যের তৈরি কনটেন্ট বা আধেয় চুরি করে বারবার পোস্ট করা ব্যবহারকারীদের জন্য আসছে কড়া শাস্তিমূলক ব্যবস্থা। ফেসবুকে স্প্যাম কমানো ও মূল নির্মাতাদের কনটেন্টকে অগ্রাধিকার দিতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি মেটা।

গত সোমবার এক ঘোষণায় মেটা জানিয়েছে, যাঁরা নিয়মিতভাবে অন্যের ভিডিও, ছবি বা লেখা হুবহু কপি করে নিজের নামে পোস্ট করেন, তাঁদের একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের কনটেন্টের বিস্তার বা রিচও কমিয়ে দেওয়া হবে। মেটার তথ্যমতে, একই ভিডিও বা মিম বারবার ফিডে ঘুরেফিরে আসে। কখনো আসল নির্মাতার নাম না দিয়েই, আবার কখনো স্প্যাম অ্যাকাউন্টের মাধ্যমে এসব কনটেন্ট ছড়ানো হয়। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা একঘেয়ে হয়ে পড়ে এবং নতুন কনটেন্ট নির্মাতারা ঠাঁই পেতে কঠিন চাপে পড়েন।

ফেসবুকের অ্যালগরিদম যখন বুঝতে পারে, কোনো কনটেন্ট অন্যের তৈরি এবং তা পুনঃপ্রকাশ করা হয়েছে, তখন ওই নকল পোস্টগুলোর রিচ কমিয়ে দেওয়া হয়, যাতে সেগুলো মূল নির্মাতার দর্শক কেড়ে নিতে না পারেন। মূল নির্মাতাকে যথাযথ কৃতিত্ব দেওয়ার লক্ষ্যে মেটা নতুন কিছু সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করছে। এসব সুবিধা চালু হলে কপি করা ভিডিওর সঙ্গে মূল ভিডিওর লিংক যুক্ত করা থাকবে, যাতে দর্শক চাইলে সরাসরি মূল কনটেন্ট দেখতে পারেন।

রিলস বানিয়ে এখন অনেকেই বড় অংকের টাকা আয় করছেন
মেটা জানিয়েছে, যেসব নির্মাতা অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে নিজস্ব ভাবনা বা ব্যাখ্যা যুক্ত করেন, তাঁদের ওপর এই বিধিনিষেধ কার্যকর হবে না। সচেতন নির্মাতাদের অন্যের কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অর্থবহ সম্পাদনা, ভয়েসওভার বা নিজের মন্তব্য যোগ করতে পরামর্শ দিয়েছে মেটা।

সূত্র: দ্য ভার্জ

এসএন /সীমা

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top