মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno

দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মিলবে উচ্চগতির ইন্টারনেট সেবা


প্রকাশিত:
২০ মে ২০২৫ ১১:১৭

আপডেট:
২০ মে ২০২৫ ১৩:৫০

ছবি সংগৃহীত

উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমদ জানান, সোমবার বিকেলে স্টারলিংকের প্রতিনিধি তাকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন। এরপর মঙ্গলবার সকালে স্টারলিংক তাদের এক্স (পুরাতন টুইটার) হ্যান্ডেলেও এ ঘোষণা দেয়।

তিনি বলেন, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে এসেছে— স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট।

—রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬ হাজার টাকা।
—রেসিডেন্স লাইট প্যাকেজের খরচ ৪ হাজার ২০০ টাকা।
—যন্ত্রপাতি সেটআপের জন্য এককালীন খরচ পড়বে ৪৭ হাজার টাকা।

তিনি আরও জানান, এই সেবায় কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ বলেন, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের সেবা অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রতিশ্রুতি পূরণ হলো বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, এটি একটি খরুচে সেবা হলেও, দেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য এটি একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট বিকল্প হিসেবে কাজ করবে।

ফাইবার সংযোগবিহীন প্রত্যন্ত এলাকাগুলোতেও এই সেবা ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ এনে দেবে বলে মনে করেন ফয়েজ আহমদ।

তিনি আরও বলেন, এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা এখন থেকে বছরজুড়ে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা পাবেন, যা তাদের কাজের গতি বাড়াবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top