বৃহঃস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

ফোন ধীরে চার্জ হওয়ার কারণ জানুন


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫ ১১:৪০

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩৩

ছবি সংগৃহীত

অনেকেই অভিযোগ করেন ফোন ঘণ্টার পর ঘণ্টা চার্জে রাখলেও ফুল চার্জ হয় না। প্রযুক্তিবিদরা বলছেন, ছিঁড়ে যাওয়া চার্জারের ক্যাবল, ভাঙা চার্জিং পোর্ট থেকে বা বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা থেকেও ফোনের চার্জিংয়ে সমস্যা হতে পারে।

অ্যাডাপ্টরের গায়ে ঘটা করে লেখা রয়েছে ‘ফাস্ট চার্জিং’! অথচ ঘণ্টাখানেক আগে ফোন চার্জে বসালেও তাতে একফোঁটাও চার্জ হয়নি। প্রথমে ভেবেছিলেন, সুইচ দিতে ভুলে গিয়েছেন। কিন্তু তা নয়।

এমনকি হাত থেকে ফোন পড়ে গিয়ে চার্জিং পোর্ট সামান্য নড়ে গেলেও চার্জিংয়ের অসুবিধা হতে পারে। তবে ফোনের চার্জিং পোর্টের মুখ যে হেতু সব সময়েই খোলা থাকে, সে হেতু সহজেই ধুলাবালি, নোংরা, জামাকাপড়ের বললিন পোর্ট বা জ্যাকের মধ্যে ঢুকে যেতে পারে। সে ক্ষেত্রে কী করণীয়?

ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে

দাঁত খোঁচানোর কাঠি বা টুথপিক তো বাড়িতেই থাকে। তা দিয়ে পোর্টে জমে থাকা নোংরা, ধুলাবালি, পোশাকের ববলিন পরিষ্কার করে নিতে পারেন। কাঠের বা প্লাস্টিকের সরু কোনও কাঠি থাকলেও কাজ হবে। আবার সিমকার্ডের পোর্ট খোলার জন্য ফোনের সঙ্গে যে ধাতব কাঠির মতো জিনিসটি দেওয়া হয়, হাতের কাছে সেটি থাকলে তা দিয়েও কাজ চালাতে পারেন।

শুধু ফোনের চার্জিং পোর্ট নয়, সি-টাইপ চার্জারের ক্যাবল বা তারের মুখে যে জ্যাকটি থাকে, তার মুখেও ময়লা জমতে পারে। সে ক্ষেত্রে শুধু চার্জিং পোর্টে নজর দিলে হবে না। কাঠি দিয়ে জ্যাকটিও পরিষ্কার করতে হবে।

প্রতিটি ফোনের জন্য নির্দিষ্ট চার্জার রয়েছে। ভুলবশত নিজের চার্জারটি বাড়িতে ফেলে এলে অন্যেরটি দিয়েই কাজ চালাতে হয়। দেখতে এক রকম হলেও সব ক্যাবলের চার্জ নেওয়ার বা সরবরাহ ক্ষমতা সমান নয়। সে ক্ষেত্রে ফোনে চার্জ হওয়া বেশ ঝক্কির। কোনও কোনও ক্ষেত্রে ফোনে চার্জ হলেও তা বেশি ক্ষণ স্থায়ী নাও হতে পারে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top