রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


আফকনের ইতিহাসে অনন্য দিয়াজ


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬ ১১:৫৫

আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ০৫:২২

ছবি-সংগৃহীত

৫০ বছরের ট্রফি খরা ঘুচানোর মিশনে বেশ ভালোভাবে দৌড়াচ্ছে মরক্কো। ঘরের মাঠে তারা উড়ছে ব্রাহিম দিয়াজের ডানায় চড়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা একের পর এক গোল করে চলেছেন। গতকাল (শুক্রবার) ক্যামেরুনের বিপক্ষে তার গোলে আফ্রিকান কাপ অব নেশন্সে (আফকন) ইতিহাস তৈরি হলো নতুন করে।

রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ৬৪ হাজার ভক্তদের সামনে উজ্জীবিত পারফরম্যান্স করেছে মরক্কো। আফকনে পাঁচ ম্যাচে পঞ্চম গোল করে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। ২৬ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে আয়ুব এল কাবির হেডে বল যায় কাছের পোস্টে। দিয়াজ সহজেই জালে বল ঠেলে দেন। তাতে ইতিহাস গড়লেন তিনি।

মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন দিয়াজ। শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি। এর আগে ১৯৭৬ সালে আহমেদ ফারাসের করা টানা ৩ ম্যাচে গোলের রেকর্ডটি তিনি আগেই ভেঙেছিলেন।

আফ্রিকার শীর্ষ র‌্যাংকিংধারী দল মরক্কো, ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছে তারা। নিজ ভক্তদের সামনে ট্রফি জেতারও একটা অদৃশ্য চাপ আছে। তারা চাপ সামলাতে পারবে কি না সেটা নিয়ে সংশয় থাকলেও তারা কিন্তু তাদের উদ্দেশ্য পূরণের পথেই হাঁটছে। ২০০৪ সালের ফাইনালে তিউনিসিয়ার কাছে হারের পর প্রথমবার সেমিফাইনালে তারা। শেষবার আয়োজক হিসেবে আফকনে তারা ১৯৮৮ সালের সেমিফাইনালে হেরেছিল ক্যামেরুনের কাছে। কিন্তু এবার সেই ফলের পুনরাবৃত্তি হওয়ার কোনো আভাস দেখা যায়নি। শেষ চারে তাদের প্রতিপক্ষ হতে পারে আলজেরিয়া কিংবা নাইজেরিয়া।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top